ভুল সংশোধন
ভুল সংশোধন


ভুল তো আমরা সবাই করি,
স্বীকার করি কত জনে?
নীতিশিক্ষা সবার আলাদা,
দ্বন্দ্ব তাই মনে মনে।
সবাই ভাবে, আমিই ঠিক,
ভুল করে আর সকলে;
দেখতাম যদি নিজের ভুল,
সুখে থাকতাম সবাই মিলে।
তাই বলি কি, আসুন সবাই,
খুঁজি সবার নিজের ভুল;
সংশোধন করি নিজেই নিজেকে,
গভীর হোক জীবনের মূল।