জীবন ফিরুক বাঁচার ছন্দে
জীবন ফিরুক বাঁচার ছন্দে
অন্ধকার মনের দিগন্তরেখায়
আলোর সঞ্চার হোক নতুন,
আবার একবার আশায় বুক বাঁধি,
আনন্দময় হবে এই জীবন।
ধুয়ে যাক সমস্ত দূরত্ব,
উড়ুক হিংসা পোড়ার গন্ধে;
আনন্দ, স্বপ্ন নিয়ে জীবন
ফিরুক বাঁচার আপন ছন্দে।
তোমার-আমার জীবনধারা
হোক রঙ্গিন সাত রঙেতে,
হাসবো-হাসাবো, বাঁচবো-বাঁচাবো
প্রাণের জীবন রবে প্রাণেতে।