আগন্তুক
আগন্তুক

1 min

573
অতিথি বা অচেনা উপস্থিত
ব্যক্তি আগন্তুক হয়,
প্রতিদিনের জীবনে এ মানুষটি
হঠাৎ হাজির হয়।
কত অচেনা, কত অজানা
চলার পথে আসে!
লড়াই কিংবা জ্ঞানের জগতে
এ মানুষটি ভাসে।
কেউ জিতে নেয় হৃদয়,
কেউ বা শুধু ঘৃণা;
জীবনের হার-জিতের খেলায়
আগন্তুকের আনাগোনা।