ধ্বংস এবং ক্ষতি
ধ্বংস এবং ক্ষতি
দূরদর্শনের দৌলতে
দূর দর্শন হল বই,
মোবাইলের দাপটে
মনে কেবলই হইচই।
সম্পর্করা আজ
ঠেকেছে গভীর তলানিতে,
মনুষ্যত্ব কোথায়?
ও তো ঘোরে অলিতে গলিতে,
গাড়ি কিনে
ফাস্ট ফুডে স্থূলকায় আজ,
সবুজায়ন হারিয়ে
সবার মাথায় পড়ে বাজ।
ঢেকেছি নিজেকে
সুন্দর মেকআপ আর সাজে,
মনের দরজা
কঠিন খিলে বন্ধ আজ যে!
নেই জবাব
ভবিষ্যৎ প্রজন্মের কাছে,
করো লুটপাট
এ জীবন যতদিন বাঁচে।