পাহাড়ি ঝরনা
পাহাড়ি ঝরনা


এই প্রকৃতি বড়ই বিস্ময়
সুন্দর ও আনন্দের দেয় বর্ণনা,
সেরার সেরা যদি বহে
পাহাড়ের মাঝে এক ঝরনা।
কী অপূর্ব! কী সৌন্দর্য!
মনোরম দৃশ্য চোখে ভাসে,
নাতিদীর্ঘ এক পাহাড়
কোলে ঝরনা কেমন হাসে!
মনের বাসনা সব ছেড়ে
পাহাড়ি ঝরনা কোলে রব,
সিক্ত হৃদয়, এ দেহ
কী আনন্দ, কেমন কব!