STORYMIRROR

Manik Goswami

Classics Fantasy

5  

Manik Goswami

Classics Fantasy

বন্ধুত্বের গভীরতা

বন্ধুত্বের গভীরতা

1 min
913


Prompt-5


বন্ধুত্বের গভীরতা

মানিক চন্দ্র গোস্বামী


হঠাৎ করে কখন যেন বন্ধু হয়ে গেলাম,

খেলতে খেলতে সবার অজান্তে শৈশব পার হলাম।

একসাথে ঘোরাফেরা,

আনন্দ লাগামছাড়া,

লাগলো মনে ফুরফুরে এক বসন্তেরই হাওয়া।

নাচন মনের মাঝে,

আহ্লাদে বীণ বাজে,

মনের সাহস অসীম তেজে বয়সকে করে ধাওয়া।


আপন হয়ে বন্ধু তুমি বাঁধলে প্রাণের ঘর,

সুখের নদীর কিনারায় ভাসে দুরন্ত বালুচর |


হৃদয়েতে ঠাঁই দিয়েছো বন্ধু বলে মেনে,

সুখ দুঃখের সাথী করেছো সরল স্বভাব গুনে।

একসাথে ছিল দুটি প্রাণমন,

কলতান ভরা কণ্ঠে কূজন,

পথ দুজনার ভিন্ন হলেও মিলেছিল একসাথে।

ভালোবাসা ভরা সুখের মাঠে,

পূর্ণ প্রাণের নবীন প্রাতে,

কৃষ্ণচূড়া ছড়িয়ে ছিল জীবনের রাঙ্গা পথে।


হৃদয় গভীরে জড়িয়ে থাকা বন্ধুত্বের টানে,

ছায়ার মতোই সঙ্গী ছিলাম মনের সংগোপনে।

 

অবাক পৃথিবী হঠাৎ কেন পাল্টে গেলো এমন,

ছিটকে পরে হারিয়ে গেলাম হতভাগ্য দুজন।

জীবন পথে দাঁড়াতে গিয়ে,

কাজের চাপে ন্যুব্জ হয়ে,

ধীরে ধীরে লুকোলে তুমি অতল স্মৃতির ভিড়ে,

বর্তমানের চাহিদার কাছে অতীত গেলো হেরে।

শিখে গেছি একক চলা,

রুদ্ধ মনের দুয়ারে তালা,

প্রযুক্তিতে সাফল্য এনে এগিয়ে চলার নেশা,

বাধ্য করেছে ভুলতে তোমায় আমার জীবন পেশা।

 

তবু, বন্ধু বলে মেনেছি তোমায়,

কেমন করে ভুলবে আমায়,

যতই বাড়ুক দূরত্বেরই ব্যবধান চারিপাশে,

জেনো বন্ধু, আগের মতোই পাশে আছি ভালোবেসে।

আমার হৃদয়ে তোমার এ স্থান,

কদাপি হবে না ম্রিয়মান,

বয়স যতই এগিয়ে চলুক স্মৃতির বোঝা বয়ে,

চিরদিনের বন্ধু তুমি হৃদয়েতে যাবে রয়ে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics