STORYMIRROR

Manjula Acharya

Fantasy

5  

Manjula Acharya

Fantasy

অতীত কি ফেরে!

অতীত কি ফেরে!

1 min
537

ওগো অতীত তুমি যে রয়েছো 

       মোর মনের মণিকোঠায় 

কিছু বা চাঁদের আলোয় অথবা অমাবস্যার 

       আঁধারে ঢাকা স্মৃতির ঘটায়

জীবনের সায়াহ্নে মনে মনে

        ভাবি বসে একান্তে একা একা

তুমি কি ফিরিবে মোর প্রাণের আঙিনায়

         আলো ঝলমল সুধা পেয়ালায়

ওরে ও স্মৃতির বাদল ভেসে চলে যা 

         অতীতের পৃষ্ঠা গুলি করে সিক্ত

কোন সে বারতা আনবি আমার তরে

         মুঠো ভরে নাকি হাত রিক্ত 

মাঝে মাঝে মনে হয় হয়তো অতীত

          ফিরে আসে অন্য কোনো রূপে উতল ঢেউ ওঠে হৃদয় পারাবারে 

          হয়তো বা মন চিনতে পারে

আজও দেখি সেই অতীতের বন্ধুদের 

             হোয়াটস অ্যাপ বা ফেসবুকে 

বেঁচে আছে অতীতের সেই প্রাণ সেই মন

            অনাবিল নির্মল বন্ধুত্বের সাথে

হে অতীত ফিরে ফিরে আয় বারবার

           দেখিতে পাই যেন তোরে মন ভরে ।। 


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy