অতীত কি ফেরে!
অতীত কি ফেরে!


ওগো অতীত তুমি যে রয়েছো
মোর মনের মণিকোঠায়
কিছু বা চাঁদের আলোয় অথবা অমাবস্যার
আঁধারে ঢাকা স্মৃতির ঘটায়
জীবনের সায়াহ্নে মনে মনে
ভাবি বসে একান্তে একা একা
তুমি কি ফিরিবে মোর প্রাণের আঙিনায়
আলো ঝলমল সুধা পেয়ালায়
ওরে ও স্মৃতির বাদল ভেসে চলে যা
অতীতের পৃষ্ঠা গুলি করে সিক্ত
কোন সে বারতা আনবি আমার তরে
মুঠো ভরে নাকি হাত রিক্ত
মাঝে মাঝে মনে হয় হয়তো অতীত
ফিরে আসে অন্য কোনো রূপে উতল ঢেউ ওঠে হৃদয় পারাবারে
হয়তো বা মন চিনতে পারে
আজও দেখি সেই অতীতের বন্ধুদের
হোয়াটস অ্যাপ বা ফেসবুকে
বেঁচে আছে অতীতের সেই প্রাণ সেই মন
অনাবিল নির্মল বন্ধুত্বের সাথে
হে অতীত ফিরে ফিরে আয় বারবার
দেখিতে পাই যেন তোরে মন ভরে ।।