STORYMIRROR

Jolly Basu Ghosh

Abstract Fantasy Inspirational

5  

Jolly Basu Ghosh

Abstract Fantasy Inspirational

মুক্তির স্বাদ

মুক্তির স্বাদ

1 min
433

মুক্তির স্বাদ

কবিতা ছন্দে - জলি বসু ঘোষ (মৌ)


একটা পাখি, উড়তে চায় সে,

নীল আকাশে, মেঘের ভেলায় ভেসে,

চলে যেতে চায় তার মন,

তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে,

বদ্ধ খাঁচার মধ্যে থেকে মুক্তির স্বপ্ন দেখে সে।

একটা মানুষ, নরম বিলাসীতায় মোড়া তার জীবন,

রঙিন স্বপ্নের মাদকতায় ভরা তার দৃষ্টি,

সমস্ত বৈভবের মাঝেও একা সে,

ব্যস্ত শহুরে জীবনের ঘেরাটোপ থেকে বেরোতে চায় সে,

খোঁজে একঝলক হাওয়া,

এক আকাশ ভরা বৃষ্টিতে ভিজতে চায় সে....

মুক্তি সেও খোঁজে।

একটা রিক্সাওয়ালা,

সারাদিনের পরিশ্রমের পর ও জোটেনা খাবার,

ঘরে অনেকগুলো পেটের চুল্লী

দাউ দাউ করে জ্বলছে,

রিক্সা চালাচ্ছে সে, আর খুঁজছে মুক্তির উপায়।

আমিও খুঁজছি, পৃথিবীর আর সবার মত,

সমস্ত পাখি, গাছপালা, নদী, আকাশ সবাই খুঁজছে,

যে যার নিজের মত...খুঁজে চলেছে

খুঁজে চলেছে মুক্তির নিঃস্বাস।



ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Abstract