STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy Inspirational

5  

Nityananda Banerjee

Classics Fantasy Inspirational

গুরু পূর্ণিমা

গুরু পূর্ণিমা

1 min
457

সহিতে পারি না আর   বরষার বারিধার

      ক্ষণে ক্ষণে মনে হয় কান্না,

মেঘেদের অভিমান     রোদনার অভিযান

      বেদন প্রতিদান আর না ।

রাতুল দক্ষিণামূর্তি     আজি তার বর্ষপূর্তি

      বেদে যে করিয়াছে নির্বেদ,

শততম বেদ জ্ঞান       মহাভারতীয় দান

       বেদব্যাস মনে আজি খেদ।

হিন্দু বৌদ্ধ জৈন মিলে    দেব দ্বিজে ভক্তি দিলে

       সনাতনী মনের বিকাশে,

আদি গুরু শঙ্করের      প্রজ্ঞান ভয়ঙ্করের

        নেই কিছু মহাজন পাশে।

গুরু পূর্ণিমার নিশি      ভারত শিক্ষাণবিশি

        চারুনেত্র খুলিবেন তিনি,

গিরিরাজ হিমালয়       উছলিত চন্দ্রোদয়

        ব্রহ্মসূত্র পরাণ কিঙ্কিনি।


    

 



Rate this content
Log in

Similar bengali poem from Classics