স্বপ্ন
স্বপ্ন


মেঘের মত মিষ্টি মধুর স্বপ্ন কি আর আছে ?
জল টলমল ঘন বাদল,
বন বনানী সিক্ত শ্যামল,
দীঘি ভরা জল কুসুম কোমল ডিম্ব দেয় মাছে ,
নয়ন জুড়ায় ; যতই দেখি গুল্ম লতায় গাছে ।
মেঘের মত মিষ্টি মধুর স্বপ্ন কি আর আছে ?
নীল গগনে ভেসে যাওয়া খেলা,
কেমন করে কেটে যায় বেলা ,
দুই কান পেতে দেখি ধানক্ষেতে বৃষ্টির অবহেলা,
আপাত শান্ত মৃত্তিকা 'পরে ভাসে কাগজের ভেলা ।
রচনা রেচন খনার বচন মিছে হয়ে যায় পাছে,
সোনা মেঘ তাই ধারায় ধারায়,
আপন খেয়ালে যায় ভেসে যায়,
কখনো সখনো দমকা হাওয়ায় দোলা দেয় গাছে গাছে,
মেঘের মত স্নিগ্ধ শীতল স্বপ্ন দু'টো কি আছে ?
সূর্য্য প্রখর দহনের পর ক্লান্ত হলেও শেষে,
করে আহ্বান শুষ্ক ভিয়ান ভরে দাও ভালবেসে,
অহং আমার কর নিরাকার,
ধুয়ে মুছে দাও যত গ্লানি ভার,
জীবনে আনহ সুখ সমাহার, জীবের পরাণ মাঝে,
মেঘ তুমি যদি জীমূৎ বাহন তোমারো স্বপ্ন আছে ।
***"**************************************