STORYMIRROR

Latifur Rahman

Fantasy Others

5.0  

Latifur Rahman

Fantasy Others

না দাবি নেই।

না দাবি নেই।

1 min
549


আমি ও তো সেই অপেক্ষা করে থাকি,

ভয়, দুশ্চিন্তা কি নেই?

তোমার লম্বা, অসহ্য ক্লান্তি ভ্রমণ,

আজকাল কত কিছু হয়।

রোজ রোজ পত্রিকার শিরোনাম।

না তোমাকে শিরোনামে কখনো চাইনা।

আমার মনের ভিতর ঘরে আমি ও প্রাথনায়,

বুদ হয়ে চোখ বন্ধ করে,

অযুত বার বলেছি, তুমি ফিরে আসো।

তুমি ফিরে আসো।

প্রভাতের সাথে,

হয়তো পা পড়েছে শহরে।

তোমার চুলের গোছার আকুলি গন্ধ,

তোমার পায়ের ছাপ, স্পর্শ।

খুব টের পাই।

তোমার ফিরে আসার খবরটার জন্য,

খুব লোভী হয়ে ছিলাম।

থাক দিলেনা এইতো।

তোমার জন্য কতোটা উদবিগ্ন ছিলাম,

সেটার মাপকাঠি নেই,

সাক্ষী ও নেই।

তোমার সহস্র অবহেলা থাকুক যতো,

তুমি নাই বা জানলে।

আমি ও তো ভীষণ ভালোবাসি।

ভালোবাসায় প্রমাণ রাখতে নেই।

ভালোবাসায় দাবি ও করতে নেই।



Rate this content
Log in