ভালোবাসো? দূর ছাই।
ভালোবাসো? দূর ছাই।
ভালোবাসো? দূর ছাই।
ভালো না বাসলে ফাঁকা চেক দিবি,
টাকার অংক টা বসাবো অভিমান মেপে।
যদি ভীষণ দুঃখ দিস,
অথবা হালকা,
বা কম।
যে ভালোবাসা টাকা দিয়ে উসুল হয়,
টাকায় ঘুচে যায় অভিযোগ অভিমান।
তুমি এটাকেও ভালোবাসা বলো?
আমি তো বানিজ্য বলি।
বেচাকেনা, লেনদেন, নিলামের বাজার এসব আর কি।
যে চোখের কান্না, টাকা দিয়ে ঘোঁচে,
জমানো অভিযোগ হয় প্রতাহার।
তুমি ভালোবাসা বলো?
দূর। যত্তসব নাটক।
ভালোবাসা দূর ছাই,
এর অজ্ঞাতে জমে আছে,
বড় একটা বানিজ্য তাই।
