ভক্ষক
ভক্ষক
ভক্ষক
২০/৫/২৩
মুখোশ পরে শাসক, মুখে বলে জনসেবার কথা,
কাজের কাজ অস্তরম্ভা, জনসভায় বক্তৃতা,
বাইরে জোড়হাত,অন্তর থেকে পদাঘাত,
আত্মীয়-স্বজনের ক্ষেত্রে আশীর্বাদের অভয় ছাতা।
তবে অন্য যে কেউ পেতে গেলে সরকারি চাকরি,
পেতে হলে সরকারি কাজের ঠিকাদারি,
দিকে হবে তাকে নজড়ানা বিশভাগ,
নইলে তুমি অযোগ্য, বিদায় ঘটবে অতি তাড়াতাড়ি।
ধোপ দুরস্ত সাদা পায়জামা পাঞ্জাবি তার পরিধানে,
বাইরে হাজির সে বিনয় নম্রতার অবতার,
অন্তরে সে সদাই কুচক্রে ক্ষুরধার,
দয়া মায়া শব্দের আমদানি নেই তার অভিধানে।
শাসকের মুখোশের আড়ালে সে অতি বড় শোষক,
জনগণকে প্রতারণা করার বিদূষক,
নিজের বখরার বড় হিসাব রক্ষক,
সরকারি সব প্রকল্পের বড় অংশের সে হলো ভক্ষক।
