গ্রামে থাকি
গ্রামে থাকি


গ্রামে থাকি
নিখিল মিত্র ঠাকুর
১৯/২/২৫
আমরা সবাই গ্রামে থাকি,
সবাই সবার খবর রাখি,
বড়ো হলেই কাকা কাকি,
দাদা দিদি বলে ডাকি।
সবার সঙ্গে সবার পাশে,
পৌষ ভাদ্র মাসে মাসে,
থাকি আমরা ঈর্ষা নাশে,
একের সুখে অন্যে হাসে।
কোলাকুলি গলাগলি,
দিয়ে হিংসার জলাঞ্জলি,
মনের কথা খুলে বলি,
একসঙ্গে সৎপথে চলি।
খেলা ধূলার হাড়ি কাঠে,
বিদ্বেষ মারা পড়ে মাঠে,
থাকি আমরা হাসি খুশি
দুঃখ কষ্টের দিয়ে ফাঁসি।