মহাকুম্ভ
মহাকুম্ভ


মহাকুম্ভ
নিখিল মিত্র ঠাকুর
২৭/২/২৫
দীর্ঘ একশত চুয়াল্লিশ বছর পরে,
প্রয়াগরাজ শহরে,
মাসাবধি ধরে এলো বিন্দু বিন্দু,
অর্ধ শতকোটি হিন্দু।
গঙ্গা যমুনা সরস্বতীর এই সঙ্গমে,
বলে সনাতন ধরমে,
অদৃশ্য এক বিন্দু অমৃত পতনে,
মহাকুম্ভ হচ্ছে যতনে।
এক ঘাটে এক জলে শাহি স্নানে,
শান্তি বিরাজে প্রাণে।
জাতি ধর্ম ধনী দরিদ্র নির্বিশেষে,
মিলে গেলো অক্লেশে।
না হলো খাদ্য বাসস্থানের অভাব,
নিয়ে পবিত্র মনোভাব,
সবাই বিশ্বের মঙ্গল কামনা করে,
যা হবে মহেশ্বর বরে।