স্বর্গ নেমে আসে
স্বর্গ নেমে আসে

1 min

144
স্বর্গ নেমে আসে
নিখিল মিত্র ঠাকুর
২৭/১/২৫
সর্বশ্রেষ্ঠ মানব জীবন,
পেলাম তোমার কৃপায়,
ধনী,গরীব,চামার,ব্রাহ্মণ,
কোনো ভেদাভেদ নাই।
যেমন নাচাও তেমন নাচি,
তোমার ইচ্ছায় দেখি,
সকাল সন্ধ্যা তোমায় ডাকি,
ভক্তিতে চোখ ঢাকি।
মিষ্টি মধুর হরি নামে,
প্রেমের বন্যা আসে,
স্বর্গ নামে মর্ত ধামে,
সুখে হৃদয় ভাসে ।