কুরুক্ষেত্র প্রান্তর
কুরুক্ষেত্র প্রান্তর
কুরুক্ষেত্র প্রান্তর
নিখিল মিত্র ঠাকুর
১৪/২/২৫
মানব দেহ এক কুরুক্ষেত্র প্রান্তর,
বাইরে খুঁজতে যাওয়া অবান্তর।
কোথায় তবে কৃষ্ণ?
কোথায় পাবো পঞ্চ পান্ডব?
কৃষ্ণ আছে দেহের অভ্যন্তরে,
অসীম চেতনার বেশ ধরে।
আর পাঁচটি বাহ্য ইন্দ্রিয় হলো,
পঞ্চ পান্ডব, সবাই বলো।
কোথায় আছে কৌরব,কর্ণ?
ভীষ্ম,দ্রোণাচার্য যতো সুবর্ণ?
লোভ বশত দেহের এক শত দোষ,
কৌরব বেশে সদা থাকে খোশ।
মনে দানা বাঁধা বাসনা
হল কর্ণ,তাই করে অনুশোচনা।
জ্ঞান,বুদ্ধি হল ভীষ্ম,দ্রোণাচার্য,
জেনে শুনে অন্যায়ে দেয় সাহচর্য।
আমৃত্যু দেহে থাকে যুদ্ধ অব্যাহত,
একমাত্র সংযমে তা হয় প্রত্যাহত।
