রিদম জিরো
রিদম জিরো


রিদম জিরো
নিখিল মিত্র ঠাকুর
২১/৪/২৪
মানুষ মজ্জাগত হিংসা নিয়ে
আদি থেকে রিদম জিরো,
কারণ ছাড়া অন্যে দুঃখ দিয়ে
হতে চাইতো তারা হিরো।
ক্ষমতা ও কর্তৃত্ব ধ্বংস করে
নৈতিকতা ও সংযম,
প্রতিরোধহীন পরিস্থিতি ঝড়ে,
থাকে না মানবিক সম্ভ্রম।
দাস এক্সপিরিমেন্টে গিয়ে তারা
নিজের স্বরূপ বজায় রাখে,
তাদের মতো জেনে দুর্বল যারা,
তাদের অত্যাচারে ঢাকে।
প্রতিক্রিয়াশীল স্বভাবগত হিংসা
ক্ষমতার লেজটি ধরে,
মানুষে আনে পশুত্ব ও জিঘাংসা,
মানবিকতা যায় মরে।