সমাপ্তি
সমাপ্তি


সমাপ্তি
নিখিল মিত্র ঠাকুর
২৮/২/২৫
বিরোধিতার ডালি নিয়ে নাস্তিক,
করলো কদিন মস্তি,
যুক্তির জাল বিছিয়ে যুক্তিবাদী,
করলো ততো কুস্তি।
মুনাফা করলো যতো ব্যবসায়ী,
করে বিকিকিনি,
ওঁত পেতে থেকে বিপদ ঘটালো,
শয়তান শয়তানী।
ভক্তি সঙ্গমে ডুবে দিয়ে শ্রদ্ধাশীল,
পেল নিজে মুক্তি,
জন সংযোগ করেই নেতা নেত্রী,
মনে প্রাণে শক্তি।
সবার বিচিত্র মনোবাঞ্ছা পূর্ণ করে,
হৃদে দিয়ে শান্তি,
সনাতন ঐতিহ্যের প্রতীক মহাকুম্ভ,
ঘটলো সমাপ্তি।