মৃত্যু
মৃত্যু


মৃত্যু
নিখিল মিত্র ঠাকুর
২২/২/২৫
জীবের দেহে চলছে অবিরত,
বিক্রিয়া কতো শত,
রাসায়নিক-ভৌত।
সজীব দেহ ঘুমের অবসরে,
বদল যতো নিজেই সারে,
ভৌত পরিসরে।
অবশেষে আসে চরম হিন্দোল,
সেটা তো রাসায়নিক বদল,
ভেঙে প্রাণের আগল।
সারিয়ে তোলার পথ হয় রুদ্ধ,
জীব তাই হয়ে যায় বুদ্ধ,
সেই তো মৃত্যু শুদ্ধ।