STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

মুখোশের আড়ালে

মুখোশের আড়ালে

1 min
673

Prompt – 23


মুখোশের আড়ালে

মানিক চন্দ্র গোস্বামী


সমাজেরই রঙ্গমঞ্চে আমরা মুখোশধারী,

এই মঞ্চে দর্শক কম, অভিনেতার সারি।

ভালোমানুষ খুঁজে পাওয়া ভার, ভদ্র মুখোশ ঢাকা,

চুরি বলো, জালিয়াতি বলো, লোক ঠকিয়ে টাকা।

মানবতাবোধ হারিয়ে গেছে মুখোশ অন্তরালে,

দুর্নীতিতে সিদ্ধহস্ত লোক চক্ষুর আড়ালে।

নোংরামি আর কুকর্মে ভরে গেছে সংসার,

সৎ মানুষের মুখোশ পরে ভাঙে সাধারণের ঘাড়।

পাপী মুখটা লুকিয়ে থাকে মুখোশটারই আড়ে,

মনুষ্যত্ব হারিয়ে মানুষ আদিম যুগেতে ফেরে।

ব্যতিক্রম তো আছে কিছু মুখোশ অন্তরালে,

অনেকজনই মুখোশ পরে কষ্ট লুকিয়ে চলে।

সং সাজতে মুখটি ঢাকে, পেশার নিয়ম তরে;

লোক হাসাতে মঞ্চে ওঠে, ভেতরে গুমরে মরে।

দু'টো পয়সা পাবার আশায় রঙ্গমঞ্চে নেমে,

লুকিয়ে রাখে নিজের কষ্ট জটিল পরিশ্রমে।

সংসারেতে অভাব তবু হাসির অভিনয়ে,

ভুলে যেতে চায়, চলে গেছে যে হঠাৎ বিদায়ে।


মিথ্যে মুখ, মিথ্যে সম্পর্ক, মিথ্যে প্রতিশ্রুতি;

মিথ্যে চরিত্রে অভিনয় করে, সত্যের হয় ক্ষতি।

সরল মানুষ বুঝতে শিখিনি, আসল নকল তফাৎ;

মুখোশ পরা চরিত্রকেই মেনে নিয়েছি সৎ।

সময় এসেছে মুখোশ সরিয়ে প্রচার করো নীতি,

নির্ভরতার যোগসূত্রে স্থায়ী হোক প্রেমপ্রীতি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract