তাঁর ডাক এলে
তাঁর ডাক এলে


তাঁর ডাক এলে
নিখিল মিত্র ঠাকুর
২১/৪/২৫
ভাড়া করা দেহ নিয়ে,
হেথায় এলে তুমি,
ভাবছো কায়িক শক্তি দিয়ে
পেলে জন্ম ভূমি?
ভ্রান্তি তোমার কেটে যাবে,
শুদ্ধ চেতন হলে,
আসল জগৎ দেখতে পাবে,
দিব্য দৃষ্টি বলে।
দেখবে অসাড় চুক্তি বলে,
এই জগতে এসে,
আছো অলীক মায়ার ছলে,
জীবের রূপে ফেঁসে।
জগৎ ছেড়ে যেতে হবে,
আত্মীয় স্বজন ফেলে,
ধন দৌলত সব পড়ে রবে,
হঠাৎ তাঁর ডাক এলে।