নববর্ষের ভাবনা
নববর্ষের ভাবনা


নববর্ষের ভাবনা
নিখিল মিত্র ঠাকুর
১৫/৪/২৫
আজ পয়লা বৈশাখ,বিরোধ মুছে যাক
ঘুম থেকে উঠে সকালে,
হিংসা দ্বেষ ছাড়ি, চল প্রার্থনা করি
আমরা সব জীবের মঙ্গলে।
হাতে হাত ধরি অঙ্গীকার করি
থাকবো সবাই মিলেমিশে
এই নববর্ষে মনের হরষে
কাটবে সারা বছর হেসে।
উদার হোক দৃষ্টি আচার হোক মিষ্টি
ঝরে পড়ুক সুখের বৃষ্টি,
শুদ্ধ হোক ভাবনা স্বার্থ হীন চেতনা
হোক সুশীল সামাজিক কৃষ্টি।
ভেদাভেদ ভুলে চল সবাই মিলে
আনন্দে মাতি প্রাণ খুলে,
টুটে সব বাঁধন পূর্ণ হোক জীবন
চড়িয়ে সকল পাপ শূলে।