STORYMIRROR

Abhishek Chanda

Abstract Classics

5  

Abhishek Chanda

Abstract Classics

।। ফিরে পাওয়া।।

।। ফিরে পাওয়া।।

1 min
1.1K

সম্পর্কে দূরত্ব মানুষের থেকে মানুষকে দূরে সরায় ঠিকই,

আবার এরকমও কিছু কিছু সময় আসে,

যখন ওই দূরত্বই হারিয়ে যাওয়া মানুষটিকে কাছে টানে।

আমিও যে হারিয়ে গেছিলাম তোমার থেকে অনেক দূরে,

সেই অচেনা অজানা দূরের দেশে,

তবে তোমাকে নিয়ে প্রতিটি অনুভূতি বেঁচে ছিল,

আমার লেখায় আমার গানে আমার স্বপনে।

কখনও ভাবিনি আবারও তোমাকে ফিরে পাবো,

তুমি আরও বেশি করে আগলে রাখবে আমাকে,

ভালোবাসার জোয়ার দেখবো তোমার নয়নে।

চলো না আবারও শুরু করি আমাদের জীবন নতুন করে,

যেখানে তুমি হবে আমার জীবনের একটি মাত্র রাণী,

তোমাকে সাজাবো মনের মতো করে খুব যতনে।


(সমাপ্ত)

✍️অভিষেক চন্দ (অভি০০৭)



Rate this content
Log in

Similar bengali poem from Abstract