STORYMIRROR

Abhishek Chanda

Romance Tragedy

3  

Abhishek Chanda

Romance Tragedy

।।সেদিন।।

।।সেদিন।।

1 min
221

জানি না সেদিন কি হবে,

সেদিন হয়তো আবারও ভেঙে যাবো,

যদি কখনও তুমি আমায় ছেড়ে চলে যাও।

তবে হ্যাঁ হয়তো আমি অকারণেই থেকে যাবো,

আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কাছে,

যদি তুমি আমাকে তোমার কাছে রেখে দাও।

কখনওই আশা করি না যে,

আমার এই হাত তুমি ছাড়বে কখনও।

আমি আছি তোমার পাশে আবার পিছনে কখনও,

যেমন চাই আজও চাইবো সেদিনও,

তুমি সাফল্যের পথে আরও এগিয়ে যাও।



Rate this content
Log in

Similar bengali poem from Romance