STORYMIRROR

Abhishek Chanda

Abstract Romance Fantasy

3  

Abhishek Chanda

Abstract Romance Fantasy

।।শুভ জন্মদিন।।

।।শুভ জন্মদিন।।

1 min
516

এই স্বপ্নের রাজপথে তোমার পায়ে পা মিলিয়ে চলেছি,

না হয় আজ একটু তোমার হাতে হাত রেখেই চলেছি,

হোক না সেটা স্বপ্নে, আমি যে শুধু তোমারই হয়ে চলেছি।

ঘুমটা ভাঙলেও এখনো জেগে জেগে তোমাকে নিয়েই স্বপ্ন দেখে চলেছি,

আমি যে শুধু তোমারই, শুধুমাত্র এইটুকুই বলতে চেয়েছি।

আজকের দিনটা যে ভোলার নয়,

আজ যে আমার সবচেয়ে আনন্দের দিন,

স্বপ্নে আমি তোমাকে যে আজ নিজের মনের মতো করে সাজিয়েছি।

একটু নতুনভাবে নতুনরূপে তোমাকে আমার হৃদ মাঝারে চেয়েছি।

তোমার শুভ জন্মদিনে তোমার জন্য রইল শুভকামনা,

আজ না হয় আরেকটু বেশী ভালোবাসতে চেয়েছি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract