।।প্রথমবার।।
।।প্রথমবার।।
তোমাকে তো আমার ভালো লেগেছিল প্রথমবারেতেই,
প্রথমবার তোমার ছবি দেখাতেই,
প্রথমবার তোমার বলা কথাতেই,
প্রথমবার তোমার গাওয়া গান শোনাতেই,
প্রথমবার তোমার হাতের লেখা দেখাতেই,
প্রথমবার তোমার আঁকা ছবি দেখাতেই,
প্রথমবার তোমার সাফল্যের কথা জানাতেই,
প্রথমবার তোমার চোখে জল দেখাতেই,
প্রথমবার তোমার গোপন কথা জানাতেই,
প্রথমবার তোমার মধ্যে মনুষ্যত্ব দেখাতেই,
প্রথমবার তোমার রাগ দেখাতেই,
প্রথমবার তোমার অবুঝপানা দেখাতেই,
প্রথমবার তোমার খারাপের মধ্যে ভালোটাকে খোঁজাতেই,
প্রথমবার তোমার চোখ আমার চোখে রাখাতেই,
প্রথমবার তোমার আমাকে ছোঁয়াতেই,
প্রথমবার তোমার হাত আমার হাতে রাখাতেই,
প্রথমবার তোমার আমাকে জড়িয়ে ধরাতেই,
প্রথমবার তোমার মাথা আমার কাঁধে রাখাতেই,
প্রথমবার তোমার ঠোঁট আমার ঠোঁটে রাখাতেই,
আবারও বলছি তোমাকে ভালো লেগেছিল প্রথমবারেতেই।

