হৃদয় যে মোর চায় যে সদাই
হৃদয় যে মোর চায় যে সদাই


হৃদয় যে মোর চায় যে সদাই
বাসতে ভালো তোমায়
যদিও তুমি ঠিকানাবিহীন
তোমার প্রেমেই ডোবায় |
অনন্ত তুমি মৃত্যুর অতীত
জনম নাও না কভু
জন্ম-মৃত্যু তোমারি অধীন
নিরুদ্বেগ তুমি হে প্রভু |
বুঝিতে পারিনা তোমার এ লীলা
হাসাও কভু বা কাঁদাও
সুখ-দুঃখের মরু প্রান্তরে
প্রেমের প্রদীপ জ্বালাও |
হেথায় কিবা হোথায় কিবা
নাইকো যে মোর জানা
কভু গতিমান কভু গতিহীন
আমার প্রাণের তৃষা |
এ প্রাণ সঁপিবো তোমারি চরণে
এইটুকু মোর আশা
জানিনা তুমি দিবে কিনা ঠাইঁ
বয়ে যায় মোর বেলা |
আকূল পরানে করি প্রার্থনা
হেলায় রেখোনা মোরে
এ জীবনখানি তুলি দিয়ে আঁকা
প্রেমের সুতোয় বাঁধা |
মন্দির মাঝে মূর্তিতে কিবা
বইয়ের পাতার মন্তরে
নয়নের মনি চিনিতে না পারে
তুমি আলোকিত অন্তরে |