বড় দেরি করে ফেলেছ
বড় দেরি করে ফেলেছ


বড় দেরি করে ফেলেছ
কি অদ্ভুত বাস্তবতা দেখ,
তুমি ছেড়ে যাবে বলে, ক্ষনে ক্ষনে উথলা হও।
যখন তখন বল, এই চলে যাচ্চি।
আমি জানি এটা তোমার বাহানা।
এটা আমি নিয়ত অবজ্ঞা, অবহেলা করে আসছি।
সেই কবে থেকে তো বলছ, আমি অবজ্ঞায় দেখেছি।
কিন্তু। গতকাল?
সত্যিই ত তুমি চলে গেলে বিনেনোটিশে।
আমার ধারণা তুমি যেন বদলে দিলে।
জগৎ টা সংকুচিত হয়ে গেল আমার,
আমার ভাবনা, চিন্তায় খরা মস্তিষ্কে।
কিন্তু।
সে যে কোথা থেকে এসে আছড়ে পড়লো প্রপাতের ন্যায়,
তোমার প্রতিচ্ছবি যেন তার আদ্যোপান্ত,
তার মায়াবী চোখে এখন নিজেকে হারিয়েছি,
আহা কিভাবে যে বেঁচে গেলাম।
তোমার শুন্যতা টলাতে পারলো কই?
বড় দেরিতে তুমি চলে গেলে,
তোমার যাওয়ার অপেক্ষায় সে যেন,
দিনক্ষন গুনছিল।