দুঃখ অসুখ
দুঃখ অসুখ
অনেকেরই চোখে মুখে ঈদ নেই,
এক রাশ দুঃখ অনুতাপে,
বিবর্ণ ছায়ার মতো কেটে যাচ্ছে প্রহর।
পিছনের ক্ষত, পোড়া মন জুড়ে ধোঁয়ায় ধোঁয়ায়,
পাকাচ্ছে কুন্ডলী বুকের ভিতর।
জানালার শার্সি ধরে মাঝে মাঝে উঁকি দিচ্ছে,
অন্তত কেউ যেন না জানে,
মন ভালো নেই,
কিন্তু ভালো থাকার চিত্রায়ণ শুধু,
আসলেই ,
বুকের ভিতর দুঃখ অসুখ।
@Latifur.
