STORYMIRROR

Latifur Rahman

Abstract Tragedy Others

3  

Latifur Rahman

Abstract Tragedy Others

আঁচড় কেটেই দেখো।

আঁচড় কেটেই দেখো।

1 min
8

আঁচড় কেটেই দেখো।

আংগুলের নখে আঁচড় কেটেই দেখো,

পরিধেয় পোশাকের গভীরে বাঁধা শরীর উইপোকা’র ঢিবির মতো নরম বাসা হয়ে দাঁড়িয়ে আছে।

তোমার আঁচড় পেতেই কেমন হুড়মুড় করে ভেংগে পড়বে

নির্ঘাত।

তোমার আংগুলের আঁচড় পেতেই সেই পুরনো ভাংগাচোরা মাটির দেওয়াল মতো খসে পড়বে শরীরের হাড়গোড় কাঠামো তোমার পায়ের তলায় নির্মোহ আত্মসমর্পণ মতো।

আঁচড় পেতেই ঝরা শেফালির সাদা ফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়বো আমি , তোমার ভাবনার চেয়ে আরও বিচ্ছিরি ভাবে।

আঁচড় দাও তবুও একবার। একঝাঁক অভিমান কেমন মৌমাছির মতো তোমাকে ঘেরাও করবে দংশনহীন।

ভয় পাও?

অনাথ শিশুর মাথা ভেবে আঁচড় দিতে পারো অথবা ভাবতে পারো পাপিষ্ঠ যেমন।

তোমার একটা আঁচড় পেতেই ধন্য হই, যদি ও কলুষ হোক তোমার আংগুল।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract