STORYMIRROR

Latifur Rahman

Abstract Tragedy Fantasy

3  

Latifur Rahman

Abstract Tragedy Fantasy

আমায় তুমি একলা কর?

আমায় তুমি একলা কর?

1 min
6


আমায় তুমি একলা কর?

মর্জি মতো, খায়েস হলে?

আমার মন খারাপে নৃত্য কর,

ময়ুর হয়ে পেখম খুলে।

আড়াল করে লাস্যময়ী,

দন্তমেলে হাস্য কর।

ভাবছ আমি একলা হলাম?

ছুয়ে দেখেই গুপ্ত হয়ে,

হাত ছেড়েছ কৌতুকছলে,

মন চেয়েছে তাই বলে?

আমিই তো একলা থাকি,

তাইতো ছিলাম।

তুমি ও যখন ছিলে পাশে,

রোদ্দুরে শিশির শুকে,

হিসাব আমি রাখি কষে।

সেই শিশিরের লোভ কিসে?

যেটা রোদেলায় যায় মিশে।

সেই তুমি আজ ভয় দেখাও,

আমায় তুমি একলা কর?

ভয় দেখাও? 


विषय का मूल्यांकन करें
लॉग इन

Similar bengali poem from Abstract