নার্সিংহোম
নার্সিংহোম


লাল পাড় শাড়ি আর ঘোমটা দেওয়া মুখ,
নিষ্প্রদীপে এ ফিরে পাওয়া মোমবাতির শিখা;
দুটোর মধ্যে পার্থক্য হয় না কোনো
উষ্ণতা যে তোমার খুব প্রিয় ছিল
তোমায় নিয়ে ছুটে ছিলাম
আর. জি. কর… এন. আর. এস… এস. এস. কে. এম… আরো কত জায়গায়
তুমি তো জানো,
আধুনিক নার্সিং হোম পরিষেবার সামর্থ্য আমার নেই
এমন কি এখন গাড়ি ভাড়াটাও সাধ্যের বাইরে
পৃথিবীটা কেন এত অসুস্থ মনে হয় আজ
সবাই তো বলেছিল সমস্ত কিছু ফ্রি চিকিৎসা হয় হাসপাতালে
তবে…
বলা মানেই কি প্রতিশ্রুতি
জানো, এই চোখ থেকে বের হয়নি একফোঁটা জলও
না না কাঁদছিনা আমি
সাদা পাতায় কলম ঘষা ছাড়া আর কি-ই বা পেরেছি জীবনে?
তাই বড় অসহায় আজ মনে।