STORYMIRROR

Manab Mondal

Abstract Romance Tragedy

5  

Manab Mondal

Abstract Romance Tragedy

বৃষ্টি ভেজা রাত

বৃষ্টি ভেজা রাত

1 min
775

আজ সকালে একটা বেনামী চিঠি এসেছিলো মেঘের খামে

বহুদিন পর এক মুঠো রোদ্দুরমাখা হাসি মুখে

রাত গিয়ে ছিলো থেমে

চিঠিটা সাথে আড্ডা দিতে বসে

কখন পুরোনো কথা ভিড় করলো এসে

এক বসন্ত খুশিতে গুনগুনিয়ে উঠলো মন ।

যদিও কতো স্বপ্ন বাঁকি ছুঁতে এখনও, সময় তো কিছুক্ষণ

মৃত্যুর সাথে দূরত্ব তো বেশিনা,

তবুও স্মৃতির ঘরে আশ্রয় খুঁজেছে বোধহয় চিন্তাভাবনা

মনের পরতে পরতে জমে থাকা এক একটা গল্পের আমার খুব চেনা চোখের কোণে জল!

বিকালটার মুখ হলো কালো

আমার রাত গুলো বড় অসুস্থ, তবুও সে বৃষ্টি তে ভিজলো।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract