রাজনীতি
রাজনীতি


দুর্নীতির লেলিহান শিখায়
লক্ষাধিক অবাক পরিণতি,
সদ্য তাজা অপরিপক্ক মগজ
আর বোঝা না গেলেই ক্ষতি..
স্বাধীনতার এতো পরেও
এক নির্ভিক ভেজাল চিএ!
ধুন্ধুমার চোরা গলি আজও
আঠারো এর অর্ধসিক্ত।
সভ্যতার সাদা ঘোড়া
যেন পরিস্হিতির শিকার,
মানবতার রঙিন পোষাক
পাল্টে ফেলছে আকার।
তবু বৃষ্টি ভেজা দুর্গম দিনে
ধুয়ে যাক মলিন বাক্,
বজ্রপাতের ছটায় যেন
ইচ্ছেগুলো ডানা পাক।।