এটাই কি শেষ ?
এটাই কি শেষ ?


আজ জল প্রায় শেষ
কিছুটা সময় হাতে বাকি,
বৃষ্টি পূর্ণ-এসিড বেশ
অক্সিজেনটাও দিচ্ছে ফাঁকি,
এটাই তো চেয়েছিল মানুষ
উদ্দেশ্য শুধু টাকার ফানুস,
চিৎকার শুধু শুনেছে বিধাতা
তাইতো তোমায় করছে মুক্ত,
অতঃপরেও মেলেছে ছাতা
রাখেনি তোমায় চির অভুক্ত,
যদি পারো ক্ষমা করে দিও
নতুন সৃষ্টে আবার আসিও,
কথা দিলাম মান রাখব...