STORYMIRROR

Sourav Das

Drama

4  

Sourav Das

Drama

বন্ধু

বন্ধু

1 min
817

দুঃখগুলো উপড়ে নিয়ে

সুখগুলোকে আগলে রাখিস,

স্বার্থ ছাড়া একমুঠো রোদ 

দিনের শেষে বাঁচিয়ে আনিস,

ভীষণ কালোর আঁধার ঘেটে

চাঁদের আলোয় মুচকি হাসিস,

হঠাৎ করের মন কষাকষি 

মোমের আঁচে গলতে থাকিস।


বন্ধু মানে..? পাঁকের কাঁদায় শ্বেতপদ্ম পুকুর 

গ্রীস্মকালের রৌদ্রছায়ায় মিষ্টি অলস দুপুর..।।


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Drama