বন্ধু
বন্ধু
1 min
844
দুঃখগুলো উপড়ে নিয়ে
সুখগুলোকে আগলে রাখিস,
স্বার্থ ছাড়া একমুঠো রোদ
দিনের শেষে বাঁচিয়ে আনিস,
ভীষণ কালোর আঁধার ঘেটে
চাঁদের আলোয় মুচকি হাসিস,
হঠাৎ করের মন কষাকষি
মোমের আঁচে গলতে থাকিস।
বন্ধু মানে..? পাঁকের কাঁদায় শ্বেতপদ্ম পুকুর
গ্রীস্মকালের রৌদ্রছায়ায় মিষ্টি অলস দুপুর..।।