ব্যাকুল মন
ব্যাকুল মন


আজ মন বড়োই ব্যাকুল
উড়বে বলে মেলছে পাখা,
সন্ধিক্ষণে হর্ষ আঁখি
বিহঙ্গীনীর পায়নি দেখা,
হঠাৎ এক ঘূর্ণিঝড়ে
উড়ছে আঁচল আবছা আলোয়,
দূরে কেও নৃত্য করে
জ্যোত্স্না ভেঙে ধূসর কালোয়,
নুপূর বাজে ঝমঝমিয়ে
গন্ধে মাতাল প্রাণ হারিয়ে,
এই বুঝি মন হবে স্বাধীন
দুহাত মেলে অর্পিত ঋণ..