জীবন
জীবন
1 min
623
শিশিরগুলোর সম্মোহনে
একলা ভেজা চোখের পাতা,
স্বপ্নগুলো খাঁচায় ভরা
বন্দি প্রানে পুড়ছে খাতা,
জীবন নামের পৃথিবীতে
সময় যদি থমকে দাঁড়ায়,
গল্পগুলো পৃথক হবে
ঝিনুক ছাড়া মুক্ত হওয়ায়...