STORYMIRROR

Sourav Das

Classics

4  

Sourav Das

Classics

আর ছোটো নেই

আর ছোটো নেই

1 min
910

যদি পারো বদলে দিও ওই অবুঝ মনটাকে

কোথাও যেন চোখ রাঙানির ভয়গুলো না থাকে,

বলতে দিও সত্যি কথা বাধন ছাড়া স্বর,

শুনবে যারা বুঝবে আমায় আপন করার পর,

পারো যদি রঙিন কোরো স্বপ্নগুলো কারো

ভুল বুঝিয়ে নিজের কাছে ধ্বংস হবে আরো,

কে বলেছে বোঝার ভুল সবাই এখন ছোটো

সেসব ছোটোয় পাখ লেগেছে দেখবে চল ওঠো..।।


Rate this content
Log in

Similar bengali poem from Classics