আর ছোটো নেই
আর ছোটো নেই
যদি পারো বদলে দিও ওই অবুঝ মনটাকে
কোথাও যেন চোখ রাঙানির ভয়গুলো না থাকে,
বলতে দিও সত্যি কথা বাধন ছাড়া স্বর,
শুনবে যারা বুঝবে আমায় আপন করার পর,
পারো যদি রঙিন কোরো স্বপ্নগুলো কারো
ভুল বুঝিয়ে নিজের কাছে ধ্বংস হবে আরো,
কে বলেছে বোঝার ভুল সবাই এখন ছোটো
সেসব ছোটোয় পাখ লেগেছে দেখবে চল ওঠো..।।