আজব
আজব


শিল্প নেই তবু হচ্ছে বিপ্লব
রাজ্যব্যাপী এক নতুন মতলব,
কৃষি আছে কিন্তু অর্থ নাই
ঝাপসা চোখে চশমা চাই,
কেরোসিন ছাড়া জ্বলছে সুখ
সংজ্ঞাগুলো বধির ও মূক,
স্বপ্ন যদি জীবাশ্মে হারায়
তারপরও কি মন পাওয়া যায়?
শিল্প নেই তবু হচ্ছে বিপ্লব
রাজ্যব্যাপী এক নতুন মতলব,
কৃষি আছে কিন্তু অর্থ নাই
ঝাপসা চোখে চশমা চাই,
কেরোসিন ছাড়া জ্বলছে সুখ
সংজ্ঞাগুলো বধির ও মূক,
স্বপ্ন যদি জীবাশ্মে হারায়
তারপরও কি মন পাওয়া যায়?