বীণাপাণি
বীণাপাণি
হলুদ মেখে চুপিসারে ভোরের শীতের হাতছানি
শিশির ভেজা মাটি চাই যাচ্ছি মোরা কয়জন-ই,
কিন্তু হঠাৎ মেঘলা আকাশ রোদ্দুরেতেই জল ঝড়ে
ফিরতে যে আজ হবে দেরী মন যে সুধায় পথ জুড়ে;
বই-খাতাদের ছুটি আজ শুয়ে যেন মায়ের কোলে
শাড়ির দলের বাড়ছে ভীড় অঞ্জলিটা দেবে বলে,
এমনি ভেবেই বাগদেবীরা মুচকি হেসে চোখ বোজে
বিশ্বাসটা অটুট থাক শাড়ির ভাঁজে বা মাটির খোঁজে..