ডাইরির পাতা
ডাইরির পাতা


একটা ডাইরির পাতা খুলেই দেখ
অনেক গুলো শব্দ আছে
শব্দ গুলো পরেই দেখ
অনেক রকম ভাষা আছে।
ভাষার ভেতর পৌঁছে দেখ
কত রকম জীবন আছে
জীবন গুলো ঘেঁটে দেখ
বেদনার এক কুবের আছে।
কুবের টাকে ছুঁয়েই দেখ
মনি মুক্তা মোরা পাষাণ আছে।
- বিদিশা চক্রবর্ত্তী