STORYMIRROR

Bidisha Rana Payel Chakravorty Thakur

Abstract Tragedy

3  

Bidisha Rana Payel Chakravorty Thakur

Abstract Tragedy

স্বাধীন

স্বাধীন

1 min
187

বলছ তুমি স্বধিন এখন 

দেশ তোমার নিজের হাতে

গর্ভে ধরে নিজের খোকা 

গড়বে তুমি নিজের ধাতে

এদিক ওদিক বেকবে না পথ

সত্যের তুমি চালাবে রথ

মিথ্যাচারের প্রতিবাদে লেলিয়ে দেবে ছেলে টাকে?

নানা বাবা একটাই ধন

কি করে দি এগিয়ে খন 

প্রতিবাদের ভাষা এরা বোঝে না কেও 

যতই উঠুক তুমুল ঝর ছাপিয়ে পাড়ের যাকনা ঢেউ

কেনই জেচে খুন খারাপি ডাকবো নিজের ঘরের দোরে

তার চেয়ে বরং চপ মুরিতেই দিন টা কাটুক রাতের ভোরের

বেশ তো আছি স্বাধীন ভাবে

চাকরি না হয় নাইবা হবে

বরং ছেলে ডাক্তার হউক

ঘুষ দেবো নাহয় আর কিছু হউক

জানবে না কেউ বুজবে না কেও 

আমি তো ভাই বেশ তো আছি

মেয়েটাকে নয় টাকার জোরে 

ঢুকিয়ে দেব শিখ্যাগারে

স্বাধীন এখন বলছ তুমি

আকাশ মাঝে ব্যঙ্গ চুমী

তাকিয়ে দেখো সেই ছেলেটা 

রাস্তা মাঝে বেচে কলা

তাকেও তুমি জিজ্ঞেস করো বলবে সে স্বাধীন মালা

সেই মেয়েটিই রাত দুপুরে নিজের হাতেই রুটি বেলে

এইটাই তার রুজি রুটি এই রুটিতেই জীবন খেলে



Rate this content
Log in

Similar bengali poem from Abstract