পুতুলের সংসার
পুতুলের সংসার
ছোট্ট ছিলাম টোকন আমি
পুতুল খেলার ঘোরে
পুতুল নিয়ে সাজিয়ে ছিলাম
একটি সংসারে
সংসারেতে চারটি ভাই এর চার যে ছিল বৌ
সঙ্গে ছিল বাবা মা আর একটি কাজের বৌ
প্রথম প্রথম সবই ভালো কাজে কম্মে সবই সেরা ধীরে ধীরে সংসারেতে ঘুন পোকা ধরলো
ভাঙলো বেরা
বড়ো বললো আমি যখন বাড়ির সর্বে সর্বা
তখন আমার সব কিছুতেই বেশি অধিকারটা
বেছে বেছে ঘর গুলো যখন নেওয়া হলো
মেজো তখন চেঁচিয়ে উঠে বাড়ি মাথায় করলো
বললো মেজো কিসের বেশি সব ভাগ হবে সমান
বড়ো বলে তোমার কোনো এত অভিমান
বড়ো মেজো ছোটোর জ্বালায় পারা ওষ্ঠাগত
বলে সবাই এবার থামো , দশ দিন হয়েছে গত
শেষমেষ সব মিটলো কোন্দল
পাড়ায় এখন শান্তি , নো মোর শোরগল
মিল হলো ভাইদের মধ্যে, পদবী তাদের পুরকায়েত
শেষ হলো কবিতা এবার , মধুরেন সমাপয়েত
