STORYMIRROR

Bidisha Rana Payel Chakravorty Thakur

Abstract Fantasy Children

3  

Bidisha Rana Payel Chakravorty Thakur

Abstract Fantasy Children

পুতুলের সংসার

পুতুলের সংসার

1 min
143

ছোট্ট ছিলাম টোকন আমি 

পুতুল খেলার ঘোরে

পুতুল নিয়ে সাজিয়ে ছিলাম

 একটি সংসারে 

সংসারেতে চারটি ভাই এর চার যে ছিল বৌ

 সঙ্গে ছিল বাবা মা আর একটি কাজের বৌ

প্রথম প্রথম সবই ভালো কাজে কম্মে সবই সেরা ধীরে ধীরে সংসারেতে ঘুন পোকা ধরলো

 ভাঙলো বেরা

 বড়ো বললো আমি যখন বাড়ির সর্বে সর্বা

 তখন আমার সব কিছুতেই বেশি অধিকারটা 

 বেছে বেছে ঘর গুলো যখন নেওয়া হলো

 মেজো তখন চেঁচিয়ে উঠে বাড়ি মাথায় করলো 

বললো মেজো কিসের বেশি সব ভাগ হবে সমান 

বড়ো বলে তোমার কোনো এত অভিমান

বড়ো মেজো ছোটোর জ্বালায় পারা ওষ্ঠাগত

বলে সবাই এবার থামো , দশ দিন হয়েছে গত

শেষমেষ সব মিটলো কোন্দল

পাড়ায় এখন শান্তি , নো মোর শোরগল

মিল হলো ভাইদের মধ্যে, পদবী তাদের পুরকায়েত

শেষ হলো কবিতা এবার , মধুরেন সমাপয়েত



Rate this content
Log in

Similar bengali poem from Abstract