STORYMIRROR

Bidisha Rana Payel Chakravorty Thakur

Abstract Classics Others

4  

Bidisha Rana Payel Chakravorty Thakur

Abstract Classics Others

নেক্সট জেনারেশন কে কি দেব

নেক্সট জেনারেশন কে কি দেব

1 min
291

নেক্সট জেনারেশনকে কি দেব?

হঠাৎ করে সেলফোনটা উঠলো বেজে

কানের কাছে জনজনিয়ে উঠলো সেজে

পাশের ঘরে তপ্তপসে বাজছে মাদল

পাব জী আর গেমের মাঝে দিন কাটাচ্ছে হোদল

তার দিকেতে তাকিয়ে ভাবি হতাশ চোখে

মানুষ এখন যন্ত্র কেবল

ফেসবুক আর হোয়াটস অ্যাপ ই 

আনন্দের এক মাত্রা কেবল

জানলার ওই পাশেই এক ধুধু মাঠ

সকাল দুপুর আগের মতোই দিচ্ছে ডাক

কোথায় সেদিন যেদিন ছিল মাঠের পাশের খেলার ঝাঁক

দৌড়ে গিয়ে এক লাফাতেই পুকুরে ঝাঁপ

চলত সে এক জমজমাটি এপার ওপার

খা খা করে এখন সেই পুকুরের ধার

ছুটির দিনে একান্ন টি পড়তো পাত

হারিয়ে গেছে সেইসব দিন 

এখন সেসব স্মৃতিই থাক

ভাবছি শুধুই এগোচ্ছে একেকটা দিন

মুছে যাচ্ছে সেই শৈশবের সোনার দিন

আসবে কি কোনদিন ফিরে সেই দিন

সেই প্রাণ খোলা আনন্দ ও উচ্ছাসের দিন


                   - বিদিশা চক্রবর্ত্তী 





Rate this content
Log in

Similar bengali poem from Abstract