লক্ষ্য
লক্ষ্য
ছুটছি আমি রাস্তা ধরে
থামবো কখন জানিনা
দুর্গম পথ জেনেও আমি
কোনো বাঁধন মানিনা
রাস্তা যদি বেঁকে গিয়ে
হারাই আমার ঠিকানা
বাঁকা পথে ছুটে ছুটে
খুঁজে নেব আমার অস্থানা
চোখে আমার অকাল সপণ
সামনে সে পথ গম্ভীর
জেনেও আমি অজানা আজ
কেমন যানো নিবিড়
লক্ষে আমি পৌঁছবই
এই আমার বিশ্বাস
এই আশাতেই ছুটছি আমি
মাসের পর মাস
ভরসা রাখো নিজের ওপর
লক্ষ্য তুমি পাবেই
একনিষ্ঠ চেষ্টার ফল
ঈশ্বর তোমায় দেবেই।
-বিদিশা চক্রবর্ত্তী
