দুগ্গাঠাকুর
দুগ্গাঠাকুর


নতুন সাজে সাজছে উমা
নাইছে গোটা কুমোরটুলি,
থিমের ভিড়ে হারিয়ে গেছে
সাবেকিয়ানার জলাঞ্জলি,
শত হলেও মৃন্ময়ী তুমি
চিন্ময়ী আপন ভঙ্গিমায়,
থিম হোক বা সাবেকিয়ানা
স্বরূপ মনের পিঞ্জিরায়..
নতুন সাজে সাজছে উমা
নাইছে গোটা কুমোরটুলি,
থিমের ভিড়ে হারিয়ে গেছে
সাবেকিয়ানার জলাঞ্জলি,
শত হলেও মৃন্ময়ী তুমি
চিন্ময়ী আপন ভঙ্গিমায়,
থিম হোক বা সাবেকিয়ানা
স্বরূপ মনের পিঞ্জিরায়..