STORYMIRROR

AYAN DEY

Drama

4  

AYAN DEY

Drama

আমিই সেই ছেলে

আমিই সেই ছেলে

1 min
3.6K


আমিই সেই ছেলে যে রবীন্দ্র সদনে

শরদের ঝঙ্কারে ভুলিয়ে দিতাম নগরের দুঃখ ,

বিড়লার ধার হয়ে শহুরে ঢঙে পেয়েছো অনেকবার ।

আমিই সেই ছেলে কলেজের বেঞ্চে যে

আমোদের হিসেব দুইহাতে করেছি তোলপাড় ;

নতুন সূর্য চেয়ে রেখেছিলে তোমরা আমার জন্য

যাতে অলীকের শোকে মোহাক্রান্ত না হই ।

আমিই সেই ছেলে যার স্বপ্ন হোঁচট খায়নি

কোনরকম চৌহদ্দি বা চৌকাঠে ,

পরিশ্রমের লাঙ্গলে চষে গিয়েছি প্রত্যেক জমি |


আমিই সেই ছেলে যে অনেক চেষ্টা করেছি

কবিতার মতো জীবনটা তৈরি করার ;

প্রতিটা মুহূর্তকে ছন্দে বেঁধে রাখার |

জসীমউদ্দিনে মোড়া জীবনে সুকান্তরা যখন 

আঁক কেটে গেছে , আঁচ​ড় কেটে গেছে

শরৎ - সুচিত্রার বাস্তবগুল

ো , আসলগুলো ;

তখন বুঝেছি জীবনের প্রধান গুরুত্বগুলো ।

আমিই সেই ছেলে যে মাথায় রোদ্দুর নিয়ে

বসিরহাট , বারাসাত করেছি আস্তানা খোঁজে ;

বারুইপুর লোকালে ডজনে ধূপ ফেরিও করেছি ।

আমিই সেই ছেলে যে রং লাগিয়েছি নিজের মতো ,

বাস্তবে সেজেছি সস্তার কোনো সঙ ।


আমিই সেই ছেলে যে ইডেনের পিচে রাজার ব্যাটে

বল আঘাত করার মুহূর্তগুলোয় প্রাণটাকে

বারকতক নাচিয়ে তুলেছি কিন্তু ওই অবধি ...

এর ফাঁকে ফাঁকে যে কয়েকবার পথের পাশে

দু পংক্তি গায়ে চড়ানো ওদের দিকে চোখ গেছে ,

আমিই চেয়েছি দুইহাতে সংগ্রামের ঝ​ড় বইয়ে দিতে 

কিন্তু ভোঁতা অস্ত্রগুলো বিদ্রোহী হতে দেয়নি ;

আমি রয়ে গেছি প্রতিদিনকার সাধারণ সেই ছেলে ।


Rate this content
Log in

Similar bengali poem from Drama