STORYMIRROR

Sharmistha Mukherjee

Drama Tragedy Inspirational

4  

Sharmistha Mukherjee

Drama Tragedy Inspirational

সবচেয়ে বড়ো মিথ্যে

সবচেয়ে বড়ো মিথ্যে

2 mins
553


আমার সখা শ্রীকৃষ্ণ

জানি না কিভাবে আমার কথা

মুখ ফুটে না বলতেই বুঝতে পারতো , 

ঘন্টার পর ঘণ্টা আমার সাথে কথা বলতো । 

দুনিয়াদারির কথা , প্রেমিকা রাধার কথা , 

ব্রজের নানা কথা , গোপিনীদের কথা , 

এসব কথা আমাকেই তো বলতো । 


কৃষ্ণার সখা শ্রীকৃষ্ণ, যে আমার লজ্জাকে 

সম্পূর্ণ নিজের লজ্জা মনে করেছিল , 

অন্ধ রাজার রাজসভায় নিবারণ করেছিল  

আমার চীরহরণের বীভৎস লজ্জা । 


দূর্যোধনকে আমি শুধুই

তার সামনেই পরাজয় স্বীকার করতে দেখেছি , 

কতো প্রচেষ্টাই করেছিল তাকে বন্দী করার । 

কিন্তু যার জন্মই কারাগারে

তাকে বন্দী করে কার সাধ্য ? 


সামনে আর কোনো পথ নেই

কোনো পথ কোনোদিনই ছিল না , 

তাকে যে পরাস্ত করতে চেয়েছে 

তাকেই উল্টো পথে ফিরতে হয়েছে 

মেনে নিতে হয়েছে পরাজয়ের অক্ষমতা । 


এখন শুধু হিমালয় আমাকে 

আশ্রয় দিক নিজের বক্ষে , 

অন্ধ না হয়েও অন্ধত্ব আনুক তাদের চক্ষে

যারা নির্বিকারে দেখেছিল 

আমার বক্ষের বিভাজিকা , 

বক্ষদেশ থেকে সরে যাওয়া

রাজবধূর অস্তায়মান ব্রীড়া । 


ক্রুর শকুনির দাবা খেলার

একটি অগ্নি স্ফুলিঙ্গ

দাবানল হয়ে গ্রাস করলো

হস্তিনাপুরের রাজবংশকে , 

পুড়িয়ে ভস্ম করে দিল 

কৌরবদের অস্তিত্

বকে । 


যজ্ঞের কুন্ড থেকে জন্মেছি

আমি যাজ্ঞসেনী , 

কৃষ্ণকে জানাই ধীক্কার ! 

সেতো অন্তর্যামী , সৃষ্টির পালনহার , 

দিব্যচক্ষু দ্বারা পূর্বেই দেখেছিল  

আমার আব্রুহণন , 

তবুও জনসমক্ষে ঘটতে দিয়েছিল

পূর্ব প্রতিরোধটুকু করেনি সে । 


ভরত রাজবংশীর কুলবধূ

আমি মহাভারতী , 

দৃষ্টিহীনদের সভায় দাঁড়িয়ে

করছি এই অঙ্গীকার -

যে রাজ্যে ধূলোয় মেশে সতীত্ব , 

যে রাজ্যে উন্মোচিত হয় নারীর আভূষণ

সেই রাজ্যের পতন অবশ্যম্ভাবী । 


পঞ্চ স্বামীকে বরণ করে

আমি পঞ্চমী , 

কিংকর্তব্যবিমূঢ় আজ এ রাজসভায় । 

সকলেই রক্ষা করেছেন নিজ নিজ ধর্ম , 

ভাতৃমান রক্ষাধর্ম , রাজধর্ম , সখ্যতা ধর্ম , 

সত্য ধর্ম , জয় - পরাজয় ধর্ম , নীতি ধর্ম

আরো , আরো অনেক ধর্ম । 

কিন্তু স্ত্রী ধর্ম , স্ত্রীর মান রক্ষা ধর্ম , 

কুলবধূর মান রক্ষার ধর্ম , 

নারীর আব্রুরক্ষার ধর্ম

এসবই চাপা পড়ে গেছে 

রাজসভার সকলের নিজস্ব ধর্মরক্ষার স্বার্থে ।

ধর্ম , ধর্ম , ধর্ম

তবে এই ধর্মই কি রাজসভায়

নারীশোষণের ,বস্ত্রহরণের অধিকার দিয়েছে, 

হয়তো বা দিয়েছে , হয়তো নয় ।

সমগ্র মনুষ্য সমাজের কাছে আমার

এক করুণ আর্তি , 

আছে এর কোনো উত্তর ? 

কি বলে আপনাদের মনুষ্য ধর্ম ? 


Rate this content
Log in

Similar bengali poem from Drama